১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

সুন্দরগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

1 week ago
172


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের আজগার আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)। তাদের নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান। একপর্যায়ে মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে মোটর পুড়ে শিহাব মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ছেলেকে বাঁচাতে ছুটে যান বাবা শহিদুল ইসলাম, কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনেই মারা যান।

দীর্ঘ সময় পিতা-পুত্র বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে পুকুরপাড়ে তাদের নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি বাড়িতে আনা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”

সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই সদস্যকে হারানো খুবই বেদনাদায়ক। তারা সৎ, পরিশ্রমী মানুষ ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। তিনি আরও জানান, আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মুহূর্তে দুই প্রাণ হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পশ্চিম বাছহাটি গ্রাম।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth