রাজারহাটে এক রাতে ১১আসামী গ্রেফতার
 
            
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ এক রাতে বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রাজারহাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ফতেখা(জামান বাড়ি) গ্রামের সুরুজ্জামানের ছেলে মোঃ হামিদুজ্জামানসহ বিভিন্ন মামলার আসামী মেহেদি হাসান, মুক্তা বেগম, আনোয়ার হোসেন, নূরনবী মিয়া, জুয়েল মিয়া, শাকিব ইসলাম, ইমরান হাসমিত, মনসুর আলী, মোঃ মনির, ও সাইদুজ্জামানকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে আসে। শুক্রবার(২৪অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয় বলে থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন জানানা।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                