গোবিন্দগঞ্জে নাকাইহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নি'হত
 
            
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ২ জন নিহত হয়েছে। আজ ২৪ অক্টোবর দুপুরে, গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া সাজ্জাদের ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-লিমা বেগম(৪০) ও সবদের আলী(৫০)। নিহত লিমা বড়বাজুনিয়া পাড়া সরকার বাড়ীর পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী ও নিহত সবদের আলী জয়পুরহাট সদরের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই-গোবিন্দগঞ্জ সড়কের বাজুনিয়া পাড়া নামক স্থানে সিএনজি ও স্যালো মেশিন চালিত টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী লিমা ও সবদের সহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিমা বেগম ও সবদের আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                