আদিতমারীতে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১
 
            
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শনিবার(২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া(৬০) ও একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক(৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিষখোচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারী যাচ্ছিলেন। আনছার পুকুরপাড়ে ওই অটোরিকশায় উঠেন আতিকুল ইসলাম আতিক। একটু এগিয়ে যাওয়ার পরেই খাদে পড়ে উল্টে গিয়ে নিচের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল মারা যান। আহত হন বকুল মিয়াসহ একজন নারী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশংকাজনক বকুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর যাবার পথেই মারা যান বকুল মিয়া।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                