সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
 
            
নিজস্ব প্রতিবেদক:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারীর/২০২৬ এর মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রহনযোগ্য সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে শেষ হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবীতে আয়োজিত সমাবেশে বক্তাগন বলেন, নভেম্বরে গণভোট সহ নির্বাচনের আগেই বিগত ফ্যাসিষ্ট সরকারের জুলুম, নির্যাতন, গনহত্যা ও দূর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি প্রার্থী ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ ছাড়াও জামায়াতে ইসলাম রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারী ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি প্রার্থী রায়হান সিরাজী এসময় বক্তব্য রাখেন।
উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবি সাংগঠনিক থানা- ২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী, হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মাজাহারুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন ।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                