১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

বীরগঞ্জে সহকারী শিক্ষক সমিতির আলোচনা সভা ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের সংবর্ধনা

6 days ago
51


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং একেএএম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আবুল কাশেম, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শামিম, সহকারী শিক্ষিকা মোছাঃ গুলশান আরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত যুগ্ন আহবায়ক মোঃ মাসেদুল হক মাসুদ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক স্বপন কুমার শর্মা, মোঃ মতিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৩ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম ও মোছাঃ জান্নাতুন ফেরদৌস এবং ২০২৪ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জনাব স্বপন কুমার শর্মা ও মোছাঃ সুলতানা রাজিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য সুলতানা রাজিয়া শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী করেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth