ডিমলায় গন অধিকার পরিষদের সাত নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান
 
            
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় গন অধিকার পরিষদের সাত নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানীহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গন অধিকার পরিষদের সাত নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন । অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ডিমলা উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নব্য যোগদানকারীরা হলেন, গন অধিকার পরিষদের সদ্য পদত্যাগকারী সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক মাসুদ রানা সহ তাদের নের্তৃত্বে আরো পাঁচ জন। গন অধিকার পরিষদের সদ্য পদত্যাগকারী সভাপতি রেজাউল করিম বলেন, ইসলামিক আর্দশের প্রতি আস্থা রেখে এবং ইসলামের দ্বীন কায়েমের উদ্দেশ্যে জামায়াতের নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জামায়েতে ইসলামেিত তারা যোগদান করেন। এসময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নব্য যোগদানকারীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দরজা ইসলাম প্রিয় মানুষের জন্য সবসময় খোলা আছে। গন অধিকার পরিষদের সাত নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে দলবদল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত ও শক্ত হলো।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                