ব্যাটারির সীসা' রাসায়নিক বর্জ্যে ভয়াবহ দূষণ' কারখানা বন্ধের দাবিতে সড়ক ব্লক করে মানববন্ধন
 
            
বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ কুতুবপুর ইউনিয়ন ও মিঠাপুকুর সীমান্ত ঘেঁষে বাদলের ঘাট নামক চাঁপুল শাহ'র আম বাগানে অবৈধ পুরাতন ব্যাটারির কারখানা বন্ধের দাবিতে সড়কের দু'পাশ ব্লক করে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, পুরাতন ব্যাটারির সীসা ও রাসায়নিক বর্জ্যে এলাকাজুড়ে ভয়াবহ দূষণের কারণে প্রায় দেড় শতাধিক গরু অসুস্থ হয়ে মারা গিয়েছে। এতে শিশু-কিশোরসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, চর্মরোগ ও নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। বহুবার অভিযোগ করেও প্রশাসনের কোনো পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানান বক্তারা।
মানববন্ধন স্থানীয় বাসিন্দা খোকন মন্ডল বলেন, চাঁপুল শাহ'র আম বাগানে তার ভাতিজা তুহিন শাহ প্রতিদিন পুরাতন ব্যাটারি এনে আগুনে গলিয়ে ব্যাটারির সীসা ও রাসায়নিক বর্জ্যে বাগানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখায়। এলাকাবাসীর গরু ছাগল ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে প্রায় দেড় শতাধিক গরু মারা গিয়েছে। অবিলম্বে অবৈধ পুরাতন ব্যাটারির কারখানা বন্ধ, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তার দাবি জানানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আশিকুল আরেফিন জানান, ব্যাটারির সীসা ও রাসায়নিক বর্জ্যে কারণে গরু ছাগল সহ শিশুরাদের হার্ড, কিডনি, শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                