রংপুরে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
 
            
নিজস্ব প্রতিবেদক:
বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের মাঝে মোট ১ কোটি ৯৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে বিআরটিএ রংপুর সার্কেল।
শনিবার (২৫ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থের চেক হস্তান্তর করেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সড়ক দূর্ঘটনার পর থেকে ৩০ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদন হলে ব্যবস্থা থাকলেও সময় বৃদ্ধি করে ৬০ দিন করার বিষয়ে কাজ করছেন তারা। এনালগ পদ্ধতিতে সরাসরি আবেদন করতে হবে। অনলাইন করার জন্য কাজ চলছে। তাই যদি কোথাও সড়ক দূর্ঘটনায় আহত/নিহত হয় তবে তাকে ৩০ দিনের মধ্যে বিআরটিএ অফিসে এসে আবেদন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলা বিআরটিএ অফিস কতৃপক্ষ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য- রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় মোট ৪৫ টি পরিবারের মাঝে মোট ১ কোটি ৯৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে লালমনির হাট জেলায় ৩ জনের মাঝে ১১ লক্ষ, রংপুরে ২১ জনের মাঝে ৮৩ লক্ষ, গাইবান্ধায় ১১ জনের মাঝে ৫৩ লক্ষ ও কুড়িগ্রামে ১০ জনের মাঝে ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                