বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
 
            
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয় পুরুস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মোঃ আজমল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে “আজমল হক ফাউন্ডেশন” এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ও স্মৃতিচারণমুলক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী, শিশু ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগানে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আজমল হক ফাউন্ডেশন আয়োজনে চারণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মীর কাশেম লালুর সভাপতিত্বে আজমল হকের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ফুটবলার সুভাষ দাশ, গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালক এমদাদুল কবির চৌধুরী, বলেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় গোপাল, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান সজল প্রমুখ।
পরে অনুষ্ঠানে উপস্থিত ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় প্রয়াত আজমলের বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গন্যমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                