পীরগঞ্জ দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
 
            
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে শনিবার দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দৈনিক মানবকন্ঠের পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের আয়োজনে প্রেসক্লাবের আহবায়ক শাহ্ মোঃ সাদা মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী,কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় যুব শক্তি'র (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ, রামনাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুলাহিল বাকী(বাবলু),হাসান আলী প্রধান, মোঃ গনি মিয়া,সরওয়ার জাহান,আব্দুর হাকিম ডালিম, মোঃ বখতিয়ার রহমান, আক্তারুজ্জামান রানা, আব্দুল করিম সরকার, মোঃ আজাদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিশেষে পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মাজহারুল আলম মিলনের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                