১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতেপ্রাকৃতিক বাঁধ

5 days ago
74


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

প্রতিবছর ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে ভিটেমাটি, ফসলি জমি ও স্বপ্ন হারাচ্ছেন তীরবর্তী মানুষ। সরকারি প্রকল্প কিংবা স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় হতাশায় দিন কাটছে তাদের। তবে এবার ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরের বাসিন্দারা। সরকারি সহায়তার অপেক্ষা না করে তারা নিজের টাকায় গড়ে তুলছেন প্রাকৃতিক বাঁধ।

গত শনিবার (২৫অক্টোবর) দিনব্যাপী স্থানীয়দের উদ্যোগে খেরুয়ার চরের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কলাগাছ, কাশফুল ও কলমি গাছের চারা রোপণ করা হয়। তাদের বিশ্বাস, এসব গাছের শিকড় নদীর তীর শক্ত করে ভাঙন রোধে প্রাকৃতিকভাবে ভূমিকা রাখবে।

খেরুয়ার চরের দুলাল জোয়াদ্দার, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও নুর হোসেন জানান,‘প্রতিবছর নদীভাঙনে ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাই। তাই এবার সরকারি প্রকল্পের অপেক্ষা না করে নিজেরাই কাজ শুরু করেছি। গাছ লাগালে অন্তত কিছুটা ভাঙন রোধ হবে-এই আশা নিয়েই এগিয়ে গেছি।’

এই উদ্যোগে সহযোগিতা করেছেন কুড়িগ্রাাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন পলাশ। তিনি বলেন,‘এটি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। তাদের অনুরোধে যতটা পেরেছি সহযোগিতা করেছি। মানুষ নিজেরা উদ্যোগী হলে পরিবর্তন আসবেই। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে আরও এলাকায় এমন প্রাকৃতিক বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে।’

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth