দোকানে ক্যারামবোর্ড , লুডু ও জুয়া খেলার বিরুদ্ধে অভিযান
 
            
আঃ রহিম, পাগলাপীর (রংপুর):
রংপুর সদর উপজেলার,পাঁচ ইউনিয়নে বিভিন্ন হাট বাজারের দোকান ওগ্রামের ভিতরের দোকানে কোনো ক্যারামবোর্ড, লুডু ও জুয়া খেলা চলবে না বললেন রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ৷ (ওসি) সাংবাদককে বলেন পাঁচ ইউনিয়নে রাতে পুলিশ টহল রয়েছে। পাঁচ ইউনিয়নে জনসাধারণকে বলেন যদি কোনো দোকানে দেখেন রাতে ক্যারামবোর্ড , লুডু ও জুয়া খেলা চলছে এবং অপরিচিত কোনো মানুষকে রাতে গ্রামে ঘুরতে দেখলে কোতয়ালী সদর থানার পুলিশকে জানাবেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                