ফুলবাড়ীতে শীতের আগাম আভাস
 
            
আব্দুল আজিজ মজনু. ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাসহ গোটা জেলায় আগাম শীতের আভাস যাচ্ছে।উত্তরের এই জেলাটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় এর তীব্রতা অনুভব করা যাচ্ছে।
রোববার সকাল সাড়ে ৭ টায় দেখা গেছে, উত্তর পূর্ব আকাশে কখনো মেঘে ঢাকা আবার পশ্চিম দক্ষিণ আকাশে শীতের আভাস। উজ্জ্বল নীলরঙ্গে ভরপুর। আবার শীত পড়ছে হালকা ভাবে। ভীজে যাচ্ছে শরীর। আবার কিছুক্ষণের মধ্যে রোধের ঝলকানী। রোধের কঠোরতায় বাইরে বেড় হওয়া বড়ই কঠিন। সব মিলিয়ে রোদ, মেঘ আর ভেজা শীতে ঋতুবদলের কাজ করছে প্রকৃতি। জানান দিচ্ছে শীতে আগাম আভাস। গত দুইদিন থেকে উত্তরের এই উপজেলাসহ গোটা জেলায় মধ্যরাত থেকে পড়ছে কুয়াশা। ভোরে ঠান্ডা ঠান্ডা লাগলেও বেলা বারার সাথে সাথেই গরমও মানুষদের হাফিয়ে তুলছে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশেষ করে শিশিরভেজা ঘাসের ডগায় ঝলমল করছে কুয়াশার আবরণ। অন্যদিকে ধানের শীষের শেষে টোপ ধরে দাড়িয়ে আছে শীতের ফোটা ফোটা দাগ। সবুজ ধানের ক্ষেত শিশির বিন্দুতে ভিজে গেছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে যেন। মনে হচ্ছে এতেই শীতের আভাস স্পর্শ।
উপজেলা সদরের শিশু কাননের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও আবৃতিকার মোঃ হাবিবুর রহমান হাবিব যুগান্তরকে জানালেন, আমি প্রতিদিন সকালে হাটতে বেড় হই। কয়েকদিন থেকে মনে হচ্ছে বেশ শীত। ঠান্ডা তেমন অনুভব না হলেও গেলো বছরের তুলনায় এবার শীত বেশী মনে হচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে শীত এখন দরজায়।
পথচারী আমিন আলী জানালেন, ভোরে কুয়াশা পড়ছে। শনিবার সকাল সাড়ে ৭ টা পর্যন্ত সকাল সূর্যের আলো চোখে পড়েনি। তবে ঠান্ডা তেমন অনুভব হয় না। তিনি আরও জানালেন, সন্ধ্যা থেকে আবার গভীর রাত পর্যন্ত ঘরে ফ্যান দিয়ে বিছানায় শুইতে হয়। এসময় আবার গরম অনুভব হয়। পরে আবার শীত লাগে। কেমন যেন একটা অবস্থা!
স্থানীয় অনেকে জানালেন, প্রকৃতি যেন আগেভাগেই শীতের আগাম শুভেচ্ছা জানাচ্ছে। আইলের গায়ে ও বিস্তৃর্ন চরের কাশফুল, শিশিরবৃন্দ ও মৃদু কুয়াশা মিলন হয়ে আগাম শীতের বার্তায় ভরে উঠছে প্রকৃতি।
এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, আবহওয়া পরিবর্তন হওয়ায় স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই তারা পরিস্কার পরিছন্ন ও সাবধানে চলাফেরার পরামর্শ প্রদান করেছেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                