১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

রংপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

4 days ago
50


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় বর্ণাঢ্য একটি র‌্যালী দলীয় কার্যালয় গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। উদ্বোধনী অনুষ্ঠানে সামু বলেন, মূল দলের পরেই যুবদলের অবস্থান। আপনাদের এই সম্মানটা ধরে রাখতে হবে। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে হবে। টাউন হল মাঠের সংক্ষিপ্ত সমাবেশে এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এতে সভায় বক্তব্য রাখেন,রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ও ইমরান আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth