১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

4 days ago
66


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু সাজিদ ওই গ্রামেরসাইফুল ইসলাম দুলু মাস্টারের ছেলে।

জানা গেছে, ওইদিন দুপুরে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে প্লাস্টিকের একটি বসার মোড়া নিয়ে খেলা করছিল শিশুসাজিদ হোসেন। এ সময় মোড়াটি গড়িয়ে পাশের পুকুরের পানিতে পড়ে গেলে সাজিদ মোড়াটি নেয়ার জন্য গেলে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন দীর্ঘ সময় তাকে না পেয়ে অনেক খোঁড়াখুঁজির পর প্রায় ঘন্টা দুয়েক পর বিকেল ৪টার দিকেওই  পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তারা পুকুরের পানি থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পানিতে ডুবে শিশু সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth