১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

গোবিন্দগঞ্জে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

4 days ago
91


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গাসহ (৪৩) ৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে ধর্ষিতা ওই গৃহবধু মামলাটি দায়ের করেন। অভিযুক্ত রাঙ্গা গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ডাবরঘরা গ্রামের আব্দুল গোফ্ফারের স্ত্রী হানুফা বেগমকে (২২) একই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মশিউর রহমান রাঙ্গা বেশকিছুদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই গৃহবধু বিষয়টি তার স্বামী গোফ্ফারকে জানালে সে মশিউরকে নিষেধ করে সংশোধন হতে বলে। এতে সে ক্ষিপ্ত হয়ে গৃহবধু ও তার স্বামীকে বিভিন্ন ধরণের হুমকিসহ ভয়-ভীতি প্রদান করে। এক পর্যায়ে গত ১৯ অক্টোবর গোফ্ফার বাড়িতে না থাকার সুযোগে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লম্পট রাঙ্গাসহ অন্যান্য আসামীরা বাড়ির সামনে এসে হানুফাকে ডাকাডাকি করলে তার স্বামী বাড়িতে নাই বলে  জানালে তার সাথে কথা আছে বলে বাহিরে আসতে বলে। এ সময় সরল বিশ্বাসে হানুফা ঘর থেকে বাহিরে এলে রাঙ্গাসহ অন্য আসামীরা তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির পাশ্বে বাঁশ ঝাঁড়ের মধ্যে নিয়ে যায়। সেখানে আসামীরা রশি দিয়ে তার দুহাত ও কাপড় দিয়ে মুখ বেধে রাঙ্গাসহ ৩জনই তাকে গণধর্ষণ করে। পরেরদিন তার স্বামী বাড়িতে আসার পর হানুফা বিষয়টি তাকে অবহিত করলে তিনি গ্রামের মহত মাতাব্বরকে সালিশ-বিচার দেয়। কিন্তু বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সমাজের মহত মাতাব্বররা তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়। পরে বাধ্য হয়ে গৃহবধু হানুফা বাদী হয়ে মশিউর রহমান রাঙ্গা ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে জব্বারুল ইসলামসহ (১৯) অজ্ঞাতনামা আরও ১জনকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন- মামলা নং-৩৩। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) পবিত্র কুমার বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহ্সানুল কবির রিপন জানান, বিষয়টি শোনার পর আমরা গাইবান্ধা জেলা যুবদলের কাছে অবহিত করেছি- পরবর্তীতে মশিউর রহমান রাঙ্গার বিষয়ে তারা দলীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, গৃহবধু হানুফাকে গণধর্ষনের মামলার আসামীদের গ্রেপ্তারে তৎপরতা অব্যহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth