২৩ কার্তিক, ১৪৩২ - ০৭ নভেম্বর, ২০২৫ - 07 November, 2025

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

1 week ago
214


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্যে দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমূখ।

        জানা গেছে, উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌর সভার ৩ হাজার ৬৯০ জন কুষকের মাঝে এই বীজ এবং সার বিতরণ করা হবে। এর মধ্যে গম ৭০০ জন, সরিষা ২ হাজার ৫০০ জন, চিনাবাদাম ১৩০ জন, সূর্য্যমুখী ৭০ জন, পেঁয়াজ ৩০ জন, মশুর  ডাল ৭০ জন, মুগডাল ৮০ জন, সয়াবিন ৩০ জন, খেসারী ৩০ এবং অড়হর ৫০ জন। এছাড়া প্রতিজন কৃষককে ৪০ হতে ২০ কেজি করে সার দেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth