১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

সুন্দরগঞ্জে এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

4 days ago
125


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক্সেলারেটেড এডুকেশন বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।   

        জেলা ব্র্যাক সমন্বয়ক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, সহকারি শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান, মুকুল চন্দ্র বর্মন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, গণমাধ্যমকর্মী মো. মোশাররফ হোসেন, ব্র্যাক উপজেলা ম্যানেজার রীতা রানী সরকার প্রমূখ। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক শিক্ষা কর্মসূচির যাবতীয় কার্যক্রম উপস্থাপন করা হয়।

          জানা গেছে, করোনা কালিন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা শিখন-শেখানো কার্যক্রম থেকে অনেকেটা পিছিয়ে পড়ে। সেই ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি ইএমডিসি প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত দূর্বল এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সেলারেটেড মডেল শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। ১০ মাসেরে এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেট এবং ৬ মাসের নিদিষ্ট শ্রেণিভিক্তিক শিখন প্রক্রিয়া। যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পুরণ করতে সাহায্য করছে। সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪ সালে ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ১৬টি প্রতিষ্ঠান হতে ৪০০ শিক্ষার্থী এই মডেল শিক্ষা ইতোমধ্যে সম্পন্ন করেছেন। বর্তমানে ২০২৫ সালে ৩০টি প্রতিষ্ঠানে ৭৫০ জন শিক্ষার্থী এই মডেলে অংশ গ্রহন করছেন। বাংলাদেশের গাইবান্ধা, কুড়িগ্রাম, ভোলা, শেরপুর, জামালপুর এবং সিলেট জেলায় এই প্রকল্পটি চালু রয়েছে। আগামী ২০২৮ সালের জানুয়ারী মাসে এই প্রকল্পটি শেষ হবে।  প্রকল্প শেষে হলে ৫৯ হাজার এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের এই এক্সেলারেটেড মডেল শিক্ষা কার্যক্রম থেকে ১ লাখ, ৪৭ হাজার, ৫০০ শিক্ষার্থী সুবিধা পাবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth