রাজারহাটে রেজিয়া বেগম ক্বওমী মাদরাসার ভবন উদ্বোধন
 
            
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে সদর ইউনিয়নে অবস্থিত রেজিয়া বেগম ক্বওমী মাদরাসা ও রাজারহাট এতিম খানার নতুন ভবন উদ্বোধন করা হয়। সোমবার(২৭অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, আ: হামিদ বসুনিয়া,আলহাজ্ব হামিদুল ইসলাম লেবু, ইউপি সদস্য হবিবুর রহমান হবি, আলহাজ্ব নুরুল হক নুরল ও মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানার মুফতী আজম আলী প্রমূখ। পরে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মনসুর আহম্মেদ ফিতা কেটে নতুন ভবন উদ্বোধন করেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                