নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ১৫ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টা ২০ মিনিটে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের কাজ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রকোনুজ্জামান বকুল এবং ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি মিনালুজ্জামান মিন্টু। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ডোমার-ডিমলা এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের সমর্থন ও দোয়ায় ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব হবে ।