নবাবগঞ্জে ধানবোঝাই পাওয়ার ট্রলি উল্টে চালক নিহত
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ধান বোঝাই পাওয়ার ট্রলি উল্টে নাইম ইসলাম (১৮) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার নয়ানী জামিরা এলাকায় সততা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি ড্রাইভার নাইম ইসলাম (১৮) উপজেলার দাউদপুর ইউনিয়নের বালুয়াচড়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মুসা বলেন, ধান বোঝাই পাওয়ার ট্রলি নিয়ে দাউদপুরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি উল্টে যায়। এ সময় চালক আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।