১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

বিরামপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

4 days ago
75


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর পৌর এলাকার কৃষ্টচানপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাসকে সোমবার সন্ধায় (২৭ অক্টোবর) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

জানা গেছে, কৃষ্টচাঁনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ঐদিন সন্ধায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাকে গার্ড অব অনার প্রদান করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। তার জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, পৌর মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক ইছাহাক আলী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও আবু তাহেরসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুছল্লীগণ অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নূরুল ইসলামের মৃত্যুতে মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার ও পৌর আহবায়ক আবু বক্কর সিদ্দিক শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth