১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

পুনাক রংপুর এবং জেলা পুলিশ রংপুরের আয়োজনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সাথে কুশল বিনিময়

3 days ago
188


নিজস্ব প্রতিবেদক:

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার সকালে রংপুর জেলা পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রংপুর এবং জেলা পুলিশ রংপুরের আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর।

 পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার রংপুরের সহধর্মিণী মোছাঃ রেবেকা সুলতানার সভাপতিত্বে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী রংপুর জেলার পুলিশ সদস্যের পরিবারবর্গের উপস্থিতিতে জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে এক আবেগঘন পরিবেশে সম্মাননা প্রদান ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্) রংপুর;  শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর; মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোছাঃ খোশনেয়ারা বেগম, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর ও সহ-সভানেত্রী পুনাক, রংপুর, মোছাঃ মাসুমা খানম, সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর ও সাধারণ সম্পাদিকা পুনাক,রংপুর; মোছাঃ জাকিয়া মমতাজ, সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর ও কোষাধক্ষ্য পুনাক, রংপুরসহ জেলা পুলিশে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth