ফুলছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
 
            
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক পদক্ষেপ করে।
ফুলছড়ি উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, প্রধান অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহামুদুন নবী টিটু। ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু'র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনা এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচ এম সোলায়মান শহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকার, রবিন হাসান খাজা, ওমর ফারুক ও রওশনুজ্জামান রিপন, উপজেলা ম্রমিকদলের আহবায়ক সাব্বির হোসেন ইলিয়াস, সদস্য সচিব নুর আলম, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তুলন বিশ্বাস, উড়িয়া যুবদলের আহবায়ক রেজা মিয়া, সদস্য সচিব মাজেদুল ইসলাম টিটু, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামসুদ্দিন বাবু, উদাখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক তিতাস প্রমুখ।
বক্তরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া জাতীয়তাবাদী যুবদল। এই যুবদল একটি আদর্শ ও সু-সংগঠিত যুবদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। দল যাকেই মনোনয়ন দেয় ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                