"বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প" বাস্তবায়নে গাইবান্ধায় কর্মশালা
 
            
গাইবান্ধা প্রতিনিধি:
"বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প" বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা মঙ্গলবার সকালে প্রশিকার গাইবান্ধা জোন অফিসে অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা জোন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন কনসালটেন্ট (আইভিসি) পিকেএসএফ মোঃ মিজানুর রহমান। কর্মশালায় প্রশিক্ষা গাইবান্ধা জোনের ১০টি শাখার ক্রেডিট অফিসার ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন ।
প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্ব কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর এন্ড ফোকাল পার্সন মোঃ এস.কে মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন খান।
প্রধান অতিথি প্রশিকা গাইবান্ধা জোনের বিভিন্ন শাখা অফিসের স্যানিটেশন ও ওয়াটার ঋণ কার্যক্রম ও সেইসাথে অফিসিয়াল ডকুমেন্টস দেখে সন্তোষ প্রকাশ করেন। অতিথিরা প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য এবং আগামী কোয়ার্টারে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সকলকর্মী ব্যবস্থাপকদের বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও উপপ্রধান নির্বাহীরা মো: কামরুল হাসান কামাল ও মোঃ আব্দুল হাকিম, পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীব, কেন্দ্রীয় ব্যবস্থাপক মোঃ হারুন-অর- রশিদের নির্দেশনায় গাইবান্ধা জোনে এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                