তারাগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 
            
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রক্তাক্ত ২৮ অক্টোবর ২০২৬ ইতিহাসের কালো অধ্যায় আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তান্ডব সৃষ্টিকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাগঞ্জ উপজেলা জামায়াত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা জামায়াতের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল তারাগঞ্জ বাজার মসজিদ থেকে বের করা হয়। পরে মিছিলটি উপজেলার জনগুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়ে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, জামায়াতের যুবনেতা কাজী শামসুল হুদা, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                