পীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা
 
            
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বে-সরকারি সংস্থা ইএসডিও-থ্রাইভ প্রকল্পের আয়োজনে হেক¯/ইপারের সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা হয়।
এসময় বক্তব্য রাখেন নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাইম উদ্দিন, প্রকল্পের সম্বনয়কারী সিরাজুস সালেকিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি মিলন, ইএসডিও-থ্রাইভ প্রজেক্ট অফিসার ওয়ালিউর রহমান, আদিবাসী নেতা সালমি সরেন, সদস্য সুফল মুরমু প্রমুখ।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                