হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম
 
            
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চারমাথা মোড়ে আলোচনা সভা শেষে একটি মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত, উপজেলা আমীর আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারী জাহিদুল ইসলামসহ যুব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                