বদরগঞ্জে পূর্ব শত্রুতা জের ধরে বাড়িতে হামলা মারধরের শিকার
 
            
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক পরিবারকে লক্ষ্য করে গত সোমবার ২৭ অক্টোবর বিকেল ৫ টায় একদল প্রতিপক্ষ বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
ভুক্তভোগী আজিবর রহমান অভিযোগে উল্লেখ করেছে, গোপীনাথপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে বাদাম বিক্রেতা আমার বাবা মার কবরস্থানের উপরে নাচ গান করে বাজান বিক্রি করছিল। আমি তা দেখে কবরস্থানে নাচ গান করে বাদাম বিক্রি করতে নিষেধ করি। পরে স্থানীয় বাসিন্দা এন্দাদুল হক (৫৫), নতরুণ হক (৫৪) ও বাচ্চু মিয়া (৫০) বাদাম বিক্রেতার পক্ষ নিয়ে সহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন নিয়ে বাড়িতে ঢুকে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মারধর করে বাড়িতে থাকা টাকা স্বর্ণালংকার লুট করেন তারা।পরে বাড়ির বাহিরে থাকা ৮ বিঘা জমির খড়ের পুঞ্জে আগুন লাগাইয়া দিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া চলিয়া যায় বলে অভিযোগ তুলেছেন।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীরা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দিচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার কারণে এই ধরনের হামলার ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে।এ ধরনের সহিংসতা পুরো এলাকার মানুষকে আতঙ্কিত করেছে। তাই প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                