তারাগঞ্জে বয়স্ক ভাতার তালিকা হালনাগাদ কার্যাক্রমের উদ্বোধন
 
            
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে বয়স্ক ভাতার হালনাগাদ তালিকা কার্যাক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারাগঞ্জ উপজেলায় বয়স্ক ভাতার হালনাগাদ কার্যাক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হক।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                