বিরলে পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
 
            
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৌর যুবদলের আয়োজনে বিরলে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বিরল বাজারের পৌর বিএনপি’র কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি ইস্কান্দার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ুউপজেলা কৃষকদলের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                