১ পৌষ, ১৪৩২ - ১৬ ডিসেম্বর, ২০২৫ - 16 December, 2025

বিরলে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

1 month ago
167


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৭ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকের মাঝে ১ কেজি বীজ (সরিষা), ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরন করা হয়।

বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, বরকত উল্লাহ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সেক্রেটারি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আরমান আলীসহ অনেকে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth