১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

পীরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

3 days ago
70


 

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পৌর যুবদল।

মঙ্গলবার দুপুরে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক  মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহেনুজ্জামান খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রংপুর জেলা যুবদল সাধারন সম্পাদক শাহ্ জিল্লুর রহমান জেমস, প্রধান বক্তা পীরগঞ্জ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদুল ইসলাম মন্ডল সেবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পদক মনিরুজ্জামান মনি, গণ শিক্ষা বিষয়ক ফকরুল হাসান রয়েল, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনছার আলী, পৌর যুবদলের সিনিয়র সম্পাদক রেজাউল করিমসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জাতীয়তাবাদী যুবদলের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন,পীরগঞ্জে জাতীয়তাবাদী যুবদল, পৌর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিজয় অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।

বক্তারা আরোও বলেন দল যাকে মনোনয়ন দেবে  তার জন্য কাজ করতে হবে। আর তাই  সকল ভেদাভেদ ভুলে সবাইকে  ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে। আগামী সংসদ নির্বাচনে পীরগঞ্জে দল যাকেই মনোনয়ন দেখনা কেন  তাকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানানো হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্র সহ  একাধিক মিছিল উক্ত কর্মসূচিতে অংশ নেয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth