বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
            
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর বুধবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম।
স্বাগত বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আকরাম হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ্।
বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ খাইরুল ইসলাম ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ এর সঞ্চালনায়
বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ সাদেকুল ইসলাম, সহ-সভাপতি মুফতি শামসুল আলম, অর্থ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ১২নং রাজারামপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানাঃ আব্দুল জলিল, ২নং ফরক্কাবাদ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আব্দুল কাদের জিলানী, ৭নং বিজোড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ লোকমান আলী, ৬ নং ভান্ডারা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হামিদার রহমান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষ বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আকরাম হুসাইনসহ নব নির্বাচিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে নিয়ে অতিথিবৃন্দসহ একটি র্যালী বিরল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিরল বাজার বকুলতলা মোড় তিন শহীদ চত্ত্বরে গিয়ে মুনাজাতে মিলিত হয়।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                