রিলাই ক্লাষ্টার কমিউনিটি সোসাইটির অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন লালমনিরহাটে
 
            
একরামুল হক একরাম,লালমনিরহাট সদর:
লালমনিরহাট রিলাই জেলা কমিউনিটি সোসাইটি ও সদর উপজেলা রিলাই ক্লাষ্টার কমিউনিটি সোসাইটির অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার ২৯ অক্টো:২৫ ইং বিকালে লালমনিরহাট রিলাই জেলা কমিউনিটি সোসাইটির সভাপতি হাজরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আমিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, জেলা ব্যাবস্থাপক আব্দুস সামাদ প্রমুখ।
জেলা যুব এবং কর্মসংস্থান কর্মকর্তা তাহমিনা খানমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কমিউনিট সোসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                