১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

রংপুর মহানগর বিএনপির বিশাল মিছিল অনুষ্ঠিত

2 days ago
36


নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্থবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও রংপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. মাহফুজ উন নবী ডনকে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে এবং ধানের শীষে ভোটের দাবিতে একটি বিশাল মিছিল করেছে রংপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গ-সংগঠন।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে হতে একটি মিছিল নিয়ে নগরীর প্রেসক্লাব, জাহাজকোম্পানী, পায়রা চত্বর, টাউন হল, কাচারী বাজার হয়ে রংপুর জেলা স্কুলে গিয়ে শেষ হয়। মিছিলের পাশাপাশি একই সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্থবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, আমরা অতিদ্রুত সময়ের মধ্যে নির্বাচন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্থবায়ন চাই। পাশাপাশি আমাদের সকলের আইডল রংপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব  এড. মাহফুজ উন নবী ডন, যিনি রংপুরের রাজনিতীকে আগলে রেখেছে। কারাবন্দী থাকাকালীন ও দলের খোজ রাখতেন। রংপুুরের আশার আলো তিনি। কর্মীবান্ধন এই ডন ভাইকে আগামী নির্বাচনে রংপুরের এই ৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই।

আমরা আশা করছি জাতীয় পার্টির ঘাটি হিসেবে ক্ষেত এই রংপুর-৩ আসনে তার কোন বিকল্প নাই। তিনি মনোনয়ন পেলে রংপুর বিএনপির ঘাটি হবে বলে আমরা মনে করছি।

মিছিলে রংপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা বক্তব্য দেন ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth