১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

ডিমলায় দুস্থদের মাঝে বিতরনকৃত ভিডাব্লিউবির চাল দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের, ৪ সদস্যের তদন্ত টিম গঠন

2 days ago
74


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলায় দুস্থদের  মাঝে বিতরনকৃত ভিডাব্লিউবি (ভিজিডি) দুর্গন্ধযুক্ত, নিম্নমানের চাল দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের অভেযোগ উঠেছে সরেজমিনে খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত ৪ সদস্য টিমের মধ্যে ৩ সদস্য ।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৩ অক্টোবর মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। গঠিত তদন্ত টিম গতকাল সোমবার সরজমিনে তদন্ত করেন। টিমের অন্যান্য সদস্য হলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, স্যানিটারি ইন্সপেক্টর ও একাডেমিক সুপারভাইজার।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এ প্রকল্পের আওতায় চলতি বছরে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের হত দরিদ্র, ছিন্নমূল ও অসহায় দুস্থ্য পরিবার গুলোর মধ্য থেকে ৩ হাজার ৬৯৩ দুস্থ্য মহিলাকে ভিডাব্লিউবি প্রকল্প কর্মসূচির আওতায় এনে সুবিধাভোগীর তালিকা চূড়ান্ত করে গত ৩০ জুলাই/২৫ ইং উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন দেন। সুবিধাভোগী পরিবারগুলোকে প্রতিমাসে ৩০ কেজি করে পুষ্টি চাল প্রদানের কার্যক্রম চলে আসছে । গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর সহ ৩ মাসের বিপরীতে সর্বমোট ৩৩২.৩৭ মে,টন পুষ্টিযুক্ত চাল বরাদ্দ দেয়া হয় ।

উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক নিযুক্ত ডিলার ডোমার উপজেলার মেসার্স আখি রাইস মিলের মালিক মো.নুরনবী ডিমলা উপজেলা খাদ্য গুদাম হতে চাল উত্তোলন করে ১% পুষ্টি মিশিয়ে সংশ্লিষ্ট ইউপি কার্যালয়ে সরবরাহ করে আসছেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো.নবাব আলী ও খাদ্য বিভাগ কর্তৃক নিযুক্ত ডিলার নুরনবী দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল সরবরাহের বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করে একে অপরেকে দোষারোপ করে  দায়-দায়িত্ব চাপিয়ে আসছেন ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ মো.আতিকুল হক ডিমলার ভিডাব্লিউবির কর্মসূচি চাল দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের সরবরাহের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলেও খাদ্য বিভাগ থেকে বিভাগীয় কোন তদন্ত টিম গঠন করা হয়নি। জন গুরুত্বপূর্ণ আলোড়ন সৃষ্টিকারী আলোচিত একটি  ঘটনাকে ধামা চাপা ও আড়াল করতে ঘটনা উন্মোচনে নিষ্ক্রিয় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের । প্রকৃতপক্ষে  খাদ্য দপ্তরের নিয়ম বহির্ভূত ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম দুর্নীতি বন্ধের বড় অন্তরায়।

 খগাখড়িবাড়ি ইউনিয়নে দুর্গন্ধযুক্ত, নিম্ন মানের খাবার অনুপযোগী হওয়ায় সেপ্টেম্বর মাসের বরাদ্দের চাল ফেরত দেয়া হয় । খালিশা চাপানী ইউনিয়নে ১৯ অক্টোবর ভিডাব্লুিউবি কর্মসূচির চাল বিতরণ করার  তারিখ ধার্য থাকলেও দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের হওয়ায় তা বিতরন বন্ধ রাখা হয় ।

ইতিমধ্যে খালিশা চাপানী ইউনিয়ন ছাড়া ৯টি ইউনিয়নের চাল দুর্গন্ধযুক্ত ও  নিম্নমানের হওয়া সত্বেও অজ্ঞাত কারণে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

খালিশা চাপানীর ইউপি চেয়ারম্যান, মো.সহিদুজ্জামান সরকার জানান, দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চালগুলি দ্রুত বিতরণ করার জন্য বিভিন্ন মহল থেকে আমাকে চাপ প্রয়োগ করা হচ্ছে।

একটি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদে সরবরাহকৃত দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল ভিডাব্লিউবি সুবিধাভোগীদের মাঝে দ্রুত বিতরণ করার জন্য উপজেলা খাদ্য বিভাগ দপ্তরে দুর্নীতির সাথে জড়িত কিছু সংখ্যক খাদ্য ডিলার ও ধান- চাল ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের সাথে লিয়াজু করতে দেখা গেছে  ভিডাব্লিউবির চাল দ্রুত বিতরণ করার জন্য ।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান নিম্নমানের  চাল সরবরাহের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে গত ২৩ অক্টোবর তদন্ত টিম গঠন করেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেযার প্রতিশ্রুতির ফলশ্রুতিতে গত সোমবার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদে গিয়ে সরজমিনের তদন্ত করেন উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত টিম । এ সময় তারা ফরেসনিক পরীক্ষা-নিরীক্ষার জন্য চালের নমুনাও সংগ্রহ করেন।

তদন্ত টিমের প্রধান ও মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় বলেন,উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ঘটনার তদন্ত করছি।  ফরেসনিক পরীক্ষার জন্য আজ চালের নমুনা সংগ্রহ করা হলো। এ নমুনা গুলো মান যাচাইয়ে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে তদন্ত প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দেয়া হবে।  প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিবেন।

ছবির ক্যাপশন: নীলফামারী ডিমলায় দুস্থদের মাঝে বিতরনকৃত ভিডাব্লিউবির কর্মসূচির চাল দুর্গন্ধযুক্ত নিম্নমানের যাচাইয়ে খালিশা চাপনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  ৪ সদস্যের তদন্ত টিম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth