শ্বশুরের নির্যাতনে গৃহবধূকে হত্যা,বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
 
            
নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগরীতে শ্বশুরের যৌন নির্যাতনের পর গৃহবধূর হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত নারীর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহতের বাবা মেনাজুল হক অভিযোগ করেন, বিবাহের পর থেকেই তার মেয়েকে শ্বশুর বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। আমার মেয়র শ্বশুর নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, আমার মেয়েকে যখন হত্যা করে তখন তাদের মটর সাইকেল স্টার্ড দিয়ে জোড়ে জোড়ে শব্দ করে যেনো বাহির থেকে কেউ শব্দ না পায়। মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহত গৃহবধূর পরিবার।
মেনাজুল হক বলেন, স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সংবাদ সম্মেলনে নিহত নারীর পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহত মিতুর বাবা মেনাজুল হক গত ১ অক্টোবর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর পরেই নিহতের স্বামী সোহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য: গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভুক্তভোগীর পরিবারকে মোবাইল ফোনে জানানো হয়, মিতু গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের লোকজন এসে দেখেন মরদেহ খাটিয়াতে রাখা হয়েছে এবং গলায় ফাঁস দেয়ার কোনো চিহ্ন নেই।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                