১৬ কার্তিক, ১৪৩২ - ৩১ অক্টোবর, ২০২৫ - 31 October, 2025

সুন্দরগঞ্জে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

1 day ago
23


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ মজুদ ও ক্রয়-বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ।

অভিযানে শাহ মখদুম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলামকে ৫০ হাজার এবং মিয়াদ ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রব খন্দকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ বলেন, লাইসেন্স ছাড়া কেউ পেট্রোল বা দাহ্য পদার্থ বিক্রি করতে পারবেন না। কেউ নিয়ম ভঙ্গ করে হাট-বাজারে বা রাস্তার মোড়ে এ ধরনের ব্যবসা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth