মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
 
            
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আলোর পথিক ফাউন্ডেশন এর আয়োজনে রাণীপুকুর ইউনিয়নের এরশাদমোড়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী টাইটফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় বাদ পড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টিকাদান করা হয়।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ মির হোসেন।
আলোর পথিক ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান বলেন, আজকের টিকাদান ক্যাম্পেইন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। আশা করি স্থানীয় জনগণ নিয়মিত এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেবে।
প্রধান নির্বাহী মোঃ মাজেদ আলী বলেন, ২০১৫ সাল থেকে আলোর পথিক ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত টিকাদান ক্যাম্পেইন স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজার মোঃ মোরাছালিন মিয়া, সহকারী ম্যানেজার (আইটি) মোঃ হাফিজুর রহমান এবং মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, আমিরুন ইসলাম, নাছরিন আক্তকা, সালমা সুলতানা, ইলফাতুন নাহার প্রমুখ।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                