৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৯ নভেম্বর, ২০২৫ - 19 November, 2025

১০ম গ্রেড বাস্তবায়নের দ্রুত দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন অনুষ্ঠিত

1 hour ago
12


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

বুধবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যপি এ মানববন্ধন চলাকালে  বক্তব্য রাখেন  মেডিকেল টেকনোলজিস্ট আবু সায়াদত মোঃ কাইউম,মোখছেদুর রহমান, সেনেটারি ইন্সপেক্টর মিলন কুমার গুণ ও ফার্মসিস্ট এনামুল ইসলামসহ অন্যরা। মানববন্ধন কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। এ সময় বক্তারা সরকারের কাছে অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তা না হলে আগামীতে দাবি আদায়ে কর্মবিরতি কঠোর মত কর্মসূচী পলন করা হবে জানিয়েছেন তারা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth