বৈশ্বিক প্রেক্ষাপটে মানসম্মত উচ্চশিক্ষাই অগ্রগতির ভিত্তি: বেরোবি উপাচার্য
বেরোবি প্রতিনিধি :
বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণায় মানোন্নয়ন একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের জন্য হংকং-এর শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তুলে ধরতে আয়োজন করে একটি সেমিনার। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উপাচার্য বলেন, “বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারটি আয়োজন করে বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস। বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও হংকং সিটি ইউনিভার্সিটির পিএইচডি ফেলো শামসুল আলম।
বক্তারা হংকংয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষার কাঠামো, বৃত্তির সুযোগ, গবেষণার ক্ষেত্র, আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।