পাটগ্রামে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা
পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা প্রশাসন পাটগ্রামের আয়োজনে এ মতসভাটি অনুষ্ঠিত হয়।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার কর্মস্থলে যোগদানের পর উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, স্টেক হোল্ডার, সাংবাদিক, ইমাম/ পুরোহিত, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে এসময় উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন, বক্তব্যে পাটগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, উপজেলা স্বাস্হ্য ও প. প কর্মকর্তা দেবব্রত কুমার, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, জামায়াতে ইসলামী সাবেক জেলা আমির সহকারী অধ্যাপক আতাউর রহমান, পৌর আমির সোহেল রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সদস্য এস আই সবুজ, পাটগ্রাম রির্পোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
মতবিনিময় সভায় নতুন ইউএনও সানজিদা আক্তার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার নতুন এই কর্মস্থলে যোগদানের পর মানুষের আস্থা অর্জন করতে চাই সেবা দিয়ে, এই উপজেলা ভোগলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এখানে অবৈধ বোমা মেশিন, মাদক, চোরাকারবারি, বাল্যবিবাহ এই সমস্যাগুলো সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।