১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

জাতিসংঘ মিশনে নিহত রাজারহাটে শান্ত মন্ডলের পরিবারে শোকের মাতম

23 hours ago
17


রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবহিনীর সদস্য শান্ত মন্ডল নিহতের ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম।  নিহতের সংবাদে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবারের সদস্যরা।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সৈনিক পরিবারে বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মন্ডল। এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খাতুন বৃষ্টি ৫মাসের অন্ত;সত্বা। তিনি স্বামী হারার খবর পেয়ে বার বার মুচ্ছা যাচ্ছে।

শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রান হারান তিনি।

দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ একনজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth