রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে খুনিয়াদিঘী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও খাদিজা বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ওসি আমানুল্লাহ আল বারী, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, জামায়াতের রজব আলী, জিওপির মামুনুর রশিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন এবং জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।