২ পৌষ, ১৪৩২ - ১৬ ডিসেম্বর, ২০২৫ - 16 December, 2025

সন্তানের হাতে বাবা মা নির্যাতনের শিকার

16 hours ago
43


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

‘এ কেমন সন্তান পেটে ধরেছিলাম! যে বয়সে সন্তানের আয়-রোজগার খাওয়ার কথা; সেই সময়ে এ দুই বাবা মাকে ঘুরতে হচ্ছে সমাজের গণ্যমান্য প্রভাশালীদের দাড়ে দাড়ে। তার মা হয়েও আমি মারপিটের স্বীকার হই, এই দুঃখ কোথায় বলবো? এটা কি পেটের সন্তানের কাজ? সন্তানের নির্যাতনে আজ আমরা রাস্তায় ঘুরছি। এমন সন্তান আর কাউকে দিও না আল্লাহ।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো এভাবেই বলছিলেন পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের গিলা বাড়ী বাটক্যাবাড়ী গ্রামে মনারুল ইসলাম (৪২) ও আছিয়া বেগম (৩৫)। তার অভিযোগ, তিনি ও তার স্বামী ছেলের নির্যাতনের শিকার। বড় ছেলে জোবায়ের আহম্মেদ জিহাদ (২০) তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাবা মনারুল ইসলাম গত দুই মাস পূর্বে জমি চাষাবাদের জন্য ট্রাক্টর কেনেন।  উক্ত ট্রক্টরটি চালক হিসেবে জিহাদ জমি চাষাবাদ করে। দুই মাস মায়ের অনুপস্থিতিতে জিহাদ ও তার নববিবাহিত স্ত্রী সংসার পরিচালনা করে। মা সংসারে ফিরলে ছেলে জিহাদ ট্রাক্টরসহ নগদ টাকার দাবী করে।

এছাড়াও বাবা মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার হুমকি ধামকি দেয় সন্তান । বাবা মা ট্রাক্ট ও নগদ টাকা দিতে অস্বীকার করলে গত শনিবার গভীর রাতে বেদম মারপিট করে। তাদের আত্মচিৎকারে প্রতিবেশী রবিউল ইসলাম, শফিউল ইসলাম, তরিকুল ইসলাম, বেলাল মিয়া ও লোকমানসহ পরিস্থিতি শান্ত করে। ছেলের আঘাতে অসুস্থ্য হলে প্রতিবেশীরাই রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য পাঠায়। রবিবার বিকালে মনারুল ইসলামের বাড়ীতে শালিসী বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে জিহাদকে সতর্ক করে এবং পরবর্তীতে ঝগড়া বিবাদ না করার শর্তে আইনী পদক্ষেপ গ্রহন থেকে বিরত রাখা জন্য বলেন প্রতিবেশীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth