বিজয় দিবসের প্রথম প্রহরে পীরগঞ্জে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পন
পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেনের নেতৃত্বে পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শুরু হয়। পরে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ প্রেসক্লাব,উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। সকালে পীরগঞ্জ প্রথম শহিদ বীর মুক্তিযোদ্ধা আবু মো: ইসাহাক এর কবর জিয়ারত শেষে পীরগঞ্জ মিনি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও বিজয় মেলা আয়োজন করা হয়।