কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। গত ৭ দিনে সূর্যের আলো ফোটেনি। সারাদিন চারপাশ কুয়াশাচ্ছন্ন। সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে যায়। রাতভর কুয়াশা বৃষ্টির মতো ঝরে। ফলে সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছে। মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা চলবে আরো কিছুদিন। সেই সাথে বইছে ঠান্ডা হিম বাতাস। ফলে হাড় কাপানা ঠান্ডায় নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েছে।
শীতবস্ত্রের অভাবে কুড়িগ্রামে হাজার হাজার দরিদ্র মানুষ দিশেহারা অবস্থায় পড়েছে। ফুটপাতের পুরাতন কাপড়েরও দাম এখন দিগুণ।
মঙ্গলবার কুড়িগ্রাম আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতির সামনে হকাররা বসিয়েছে পুরাতন কাপড়ের পসরা। ভিড় করছে সল্প আয়ের মানুষ। পছন্দের গরম কাপড় সংগ্রামের আপ্রাণ চেষ্টা। কিন্তু ঠান্ডার সাথে তালমিলিয়ে দামও হাকাচ্ছেন বেশী। বিক্রেতা আলম ও সাঈদ জানান, তাদের কিনতি বেড়েছে দেড়গুণ তাই লাভ ধরে বিক্রি করতে হচ্ছে।
ক্রেতা রহিমা জানান, তার ছোট দুই সন্তানের জন্য জ্যাকেট ও সোয়টার খুঁজছেন। কিন্তু দাম আগের তুলনায় দ্বিগুণ। একই রকম অভিযোগ করেন রাশেদ আলী, সোলায়মান, আশিক ও উর্মিলা নামে কয়েকজন ক্রেতা। উপায় না পেয়ে অনেকটা বাধ্য হয়ে বেশি দামে কাপড় কিনতে হচ্ছে তাদের।