২৬ পৌষ, ১৪৩২ - ০৯ জানুয়ারি, ২০২৬ - 09 January, 2026

তারাগঞ্জে অটোরিকসা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

22 hours ago
27


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে অটোরিকসা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজিব উদ্দিন (৫৫) উপজেলার সয়ার ইউনিয়নের গোয়াপলবাড়ি গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। জানাগেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট বাজার এলাকায় অটোরিকসাটি কয়েকজন যাত্রী নিয়ে হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকসার যাত্রী বৃদ্ধ হাজিব উদ্দিন গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মারা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth